আমার একজন ভালবাসার মানুষ আছে সে সারাক্ষণ শুধু হাসে। না হাসলে তাকে ভাল লাগেনা। একদিন বললাম, এই এত বেশি হাস কেন? বলল, ওই যে না হাসলে ভাল লাগেনা! বললাম, তাহলে আরও বেশি হাস।এখন শুধু হাসতেই থাকে, তার হাসির কোন শেষ নেই।
এ হাসি আমি রাখি কোথায়?
যদি এমন হত হাসির রাজা হাসতে জানেনা তাহলে তাকে আমি কিছু হাসি ধার দিতাম।কিন্তু হাসির রাজা তো হাসতে জানে।তাহলে এ হাসি আমি কি করব?
এ হাসি আমি শাপলার হাটে বিক্রি করে তরমুজ বেচি দুপয়সা করে দেড়ি প্রেমিকাকে পুতির মালা একছড়া কিনে দেব।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন