বিড়ালটি আমার কাছে আসত। এসে কি জানি চাইত।না-পেয়ে রাগ করে চলে যেত।একদিন বিড়াল আসল, চাইল বড় এক মাছের কাঁটা, আমি দিতে পারলামনা, বিড়াল সে কি রাগ, আমাকে ধর ধর করে কামড়াতে আসে।
আজ কয়েকদিন হল বিড়াল’ দেখিনা। না জানি কোথায় আছে!একদিন না দেখলে মনে হয় কতদিন দেখিনি!

মন্তব্য করতে ক্লিক করুন