মোঃ আরিফ হোসেন

কবিতা - তুমি আমার শুধুএকজনা

লেখক: মোঃ আরিফ হোসেন

আমি তোমাকে ভালবাসি। এত বেশি ভালবাসি যে ভালবাসার কোন শেষ নেই। যদি এমন হত পৃথিবীর দক্ষিণে শুধু আগুন তাহলে আমি বলতাম তুমি আমার সেই আগুন, যদি এমন হত পৃথিবীর উত্তরে শুধু আগুন তাহলে আমি বলতাম তুমি আমার সেই আগুন। তুমি আমার এমন একজনা যাকে ধরা যায়না, ছোঁয়া যায়না শুধু স্পর্শ করা যায়। কবে আমি স্পর্শ করবো সে অপেক্ষাতে আছি। যদি স্পর্শ করতে পারি বলব,’তুমি আমার শুধু একজনা, শুধু একজনা’।

তোমায় নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়ার ইচ্ছে আছে। যদি সেটা পৃথিবী থেকে হাজার হাজার মাইল দূরে হয় তাতেও আমার আপত্তি নেই। আমি শুধু হারাতে চাই। তুমি যে আমার শুধু একজনা তোমাকে নিয়ে না হারালে কিহয়!

সাত পাহাড়ের দেশে কত রং খেলা করে। সবচেয়ে সুন্দর রং লাল কস্তুরি চাঁদের আভা। সে রং আমি তোমার গায়ে মেখে দেব: “বলতো কে কাকে নিয়ে হারাইছে? না না কেউ কাউকে নিয়ে হারায়নি, আমি শুধু তোমাকে নিয়ে হারাইছি।”

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন