সর্বদা চেতনায় থাকবো আমি,
হবো আমি সংগ্রামী।
অন্যায়ের বিরুদ্ধে লড়বো আমি অবিরত,
যুদ্ধক্ষেত্রে কোনদিন হার মানবো নাকো,
হবো আমি সংগ্রামী।
থাকবো আমি অসহায়দের পাশে,
ভয় পেয়ে থাকবোনা ফিরে পিছে,
হবো আমি সংগ্রামী।
কালো মেঘের আড়ালে সত্য লুকায় তবে,
মেঘ সরে গেলে সত্যের জয় একদিন হবেই হবে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন