কুরআন ও উদ্ভিদ বিজ্ঞান
কুরআন ও উদ্ভিদ বিজ্ঞান
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান

আলোচনা - কুরআন ও উদ্ভিদ বিজ্ঞান

লেখক: ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
প্রকাশ - বুধবার, ১৯ মার্চ ২০২৫

اَفَرَءَيۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَؕ‏ ٦٣ ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ‏ ٦

তোমরা যে বীজ বপন করো, সে সম্পর্কে ভেবে দেখেছ কি? তোমরা তাকে উৎপন্ন করো, না আমি অঙ্কুরিত করেন?’ সুরা ওয়াকিয়া৬৩-৬৪
اِنَّ اللّٰهَ فَالِقُ الۡحَبِّ وَ النَّوٰی ؕ یُخۡرِجُ الۡحَیَّ مِنَ الۡمَیِّتِ وَ مُخۡرِجُ الۡمَیِّتِ مِنَ الۡحَیِّ ؕ ذٰلِكُمُ اللّٰهُ فَاَنّٰی تُؤۡفَكُوۡنَ ﴿۹۵﴾ আল-আন’আম ৯৫
নিশ্চয় আল্লাহ শস্যবীজ ও আঁটিকে, অঙ্কুরিত করেন। তিনিই প্রাণহীন হতে জীবন্তকে নির্গত করেন,এবং জীবন্ত হতে প্রাণহীন মৃত বস্তুতে, পরিনত করেন। অতঃপর এ কথা জেনে-শুনেও, তোমরা কেন বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছ?
الَّذِیۡ جَعَلَ لَكُمُ الۡاَرۡضَ فِرَاشًا وَّ السَّمَآءَ بِنَآءً ۪ আল-বাকারা-২২
নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য, ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ, স্থাপন করে দিয়েছেন।
وَ تَرَی الۡاَرۡضَ هَامِدَۃً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡهَا الۡمَآءَ اهۡتَزَّتۡ وَ رَبَتۡ وَ اَنۡۢبَتَتۡ مِنۡ كُلِّ زَوۡجٍۭ بَهِیۡجٍ ﴿۵﴾ আল-হজ্জ ৫
‘তুমি ভূমিকে দেখবে শুষ্ক। পরে আমি ভূমিতে বৃষ্টি বর্ষণ করলে তা শস্যশ্যামল হয়ে আন্দোলিত ও স্ফীত হয় এবং তা উদ্গত করে সব ধরনের নয়নাভিরাম উদ্ভিদ।’(সুরা হজ: ৫)
فَاَنۡۢبَتۡنَا فِيۡهَا حَبًّا ۙ‏ ٢٧ وَّ عِنَبًا وَّقَضۡبًا ۙ‏ ٢٨ وَّزَيۡتُوۡنًا وَّنَخۡلًا ؕ‏ ٢٩ وَحَدَآٮِٕقَ غُلۡبًا ۙ‏ ٣٠ وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏ ٣١ مَّتَاعًا لَّـكُمۡ وَلِاَنۡعَامِكُمۡؕ‏ ٣٢
এবং আমি তাতে উৎপন্ন করি শস্য, আঙুর, শাকসবজি, জাইতুন, খেজুর, বহু বক্ষের বাগান, সহ ফলমূল ও গবাদি খাদ্য। সুরা আবাসা, আয়াত : ২৪-৩২
هُوَ الَّذِي أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً ۖ لَّكُم مِّنْهُ شَرَابٌ وَمِنْهُ شَجَرٌ فِيهِ تُسِيمُونَ
তিনি তোমাদের জন্যেই আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এই পানি থেকেই তোমরা পান কর এবং এ থেকেই উদ্ভিদ উৎপন্ন হয়, যাতে তোমরা পশুচারণ কর। [সূরা নাহল: 10]
إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্যে নিদর্শন রয়েছে। [সূরা নাহল: 11]
رِّزۡقًا لِّلۡعِبَادِ ۙ وَاَحۡيَيۡنَا بِهٖ بَلۡدَةً مَّيۡـتًا ؕ كَذٰلِكَ الۡخُـرُوۡجُ‏ ١١
(এগুলো) আমার বান্দাদের জীবিকাস্বরূপ। বৃষ্টি দিয়ে আমি সঞ্জীবিত করি মৃতভূমিকে। এভাবেই পুনরুত্থান ঘটবে।’ (সুরা কাফ, আয়াত : ১১
ثُمَّ يَهِيۡجُ فَتَـرٰٮهُ مُصۡفَرًّا ثُمَّ يَجۡعَلُهٗ حُطَامًا ؕ اِنَّ فِىۡ ذٰ لِكَ لَذِكۡرٰى لِاُولِى الۡاَلۡبَابِ
তারপর আবার ভূমি শুকিয়ে যায়। ফলে তোমরা ফসল দেখতে পাও হলুদ বর্ণের তারপর তিনি উদ্ভিদ সমূহ কে খড়-খুটায় পরিণত করেন । এতে অবশ্যই উপদেশ রয়েছে বুদ্ধিমানদের জন্য। সূরা ৩৯ আয-যুমার, আয়াত ২১
اَمَّنۡ هٰذَا الَّذِىۡ يَرۡزُقُكُمۡ اِنۡ اَمۡسَكَ رِزۡقَهٗ আল-মুলক ২১
কে আছে তোমাকে রিযিক দেবার, যদি তিনি তার রিযিক বন্ধ করে দেন
قُلۡ اَرَءَيۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُكُمۡ غَوۡرًا فَمَنۡ يَّاۡتِيۡكُمۡ بِمَآءٍ مَّعِيۡنٍ
তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবহমান মিঠা পানি?’’ আল-মুলক ৩০
فَلَا تَجۡعَلُوۡا لِلّٰهِ اَنۡدَادًا وَّ اَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ অতএব, আল্লাহর সাথে তোমরা অন্য কাকেও সমকক্ষ করো না। বস্তুতঃ এসব তোমরা জান। [সূরা বাকারাহ্: 22]

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন