সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - এলাটিং বেলাটিং

সুনীল গঙ্গোপাধ্যায়

এলাটিং বেলাটিং টইলো
কী খবর আইলো?
বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি
খিচুড়ির থালায় টক-ঝাল-মিষ্টি
চাঁদের গায়ে হিরামন ছাপ!

এলাটিং বেলাটিং টইলো
কী খবর আইলো?
রোদ্দুর রোদ্দুর দারুণ খরা
সুন্দরবনে নদীতে চড়া
গল্পের গরু তাল গাছে ওঠে
কবিতার কালো মেয়ে কেঁদে মাথা কোটে।

পরে পড়বো
২৪৯
মন্তব্য করতে ক্লিক করুন