আহত আঙ্গুল

আবুল হাসান আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক

আহত এই আঙ্গুল, তাতে ক্ষত বেরোয়
ক্ষত তো নয় পোকা
পাশ ফিরে শোয় পবিত্র পুঁজ
অমল থোকা থোকা!

পাশ ফিরে শোয় আঙ্গুলগুলি :
সুযন্ত্রণার সুখে :
দরবেশেরই মতোন ওরা আমারই সম্মুখে
আহত হয়, আহত হয় আর
গলিত এক পুঁজের ঝর্ণা তার

মন্ত্রবলে মলিন বেদনায়
আহত এই আহত আঙ্গুল যে
রক্তে ভাসে, রক্তে ভেসে যায়
–রক্তেঝরা ফুল!

জীবন এত অবাধ্য সঙ্কুল
নেয় না তুলে সন্ধিও, শান্তিকে!
আঙ্গুলে তাই আহত এক ক্ষরা
কেবল ঢলে পুঁজের ঘড়া ঘড়া
অশান্তির এই মোহ!

কিন্তু তাকে আর কে করে পান
কুযন্ত্রণার মুখে?

আমার মাঝে মোহিনী একখান
ঈশ্বরের গান
ভেঙ্গেছে সেই দুখে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন