অসহায় মুহূর্ত
আবুল হাসান | কাব্য - পৃথক পালঙ্ক
এতটা সময় চলে গেলো, তবু কী আশ্চর্য, আজো কি জানলাম :
বনভূমি কেন এতবৃক্ষ নিয়ে তবে বনভূমি,
জল কেন এক স্বচ্ছ স্রোত পেলে তবে এত স্রোতস্বিনী।
রক্ত কেন এত রক্তপাত নিয়ে তবে যুদ্ধ, তবে স্বাধীনতা।
এতটা বয়স চলে গেলো, তবু কী আশ্চর্য আজো কি জানলাম :
বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে
কিশোরীরা কেন এত উৎসরণ কেন এত নিষ্ক্রমণ প্রিয়,
আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারামতো চলতে পারেনা!
এতটা জীবন চলে গেলো, তবু কী আশ্চর্য আজো কি জানলাম :
চড় ইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা, খড়ের আত্মায় কে এত অগ্নি এতটা
দইন!
গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ
একটি ফুলের কেন এ গাঢ় ঘুম আর
তখোন আমরা কেন তার মতো ঘুমুতে পারিনা।
বনভূমি কেন এতবৃক্ষ নিয়ে তবে বনভূমি,
জল কেন এক স্বচ্ছ স্রোত পেলে তবে এত স্রোতস্বিনী।
রক্ত কেন এত রক্তপাত নিয়ে তবে যুদ্ধ, তবে স্বাধীনতা।
এতটা বয়স চলে গেলো, তবু কী আশ্চর্য আজো কি জানলাম :
বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে
কিশোরীরা কেন এত উৎসরণ কেন এত নিষ্ক্রমণ প্রিয়,
আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারামতো চলতে পারেনা!
এতটা জীবন চলে গেলো, তবু কী আশ্চর্য আজো কি জানলাম :
চড় ইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা, খড়ের আত্মায় কে এত অগ্নি এতটা
দইন!
গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ
একটি ফুলের কেন এ গাঢ় ঘুম আর
তখোন আমরা কেন তার মতো ঘুমুতে পারিনা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৬০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন