কবিতা - মানুষ আবুল হাসান স্মৃতিচারণ (মুশাররফ রসুলকে) আমি যেনো আবহমান থাকবো বসে ঠুকরে খাবো সূর্যলতা গাছের শিকড় অন্ধকারের জল! আমি যেনো অনাদিকাল থাকবো বসে বিশ্রুতিময় জীবনে কল্লোল। আমি যেনো আবহমান থাকবো বসে আবহমান আমিই কল্লোল সময় থেকে সভ্যতাকে রাখবো ঢেকে যুদ্ধ মড়ক নগ্ন ফলাফল। ♥ ০ পরে পড়বো ৬৩৪ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন