দাঙ্গা
নির্মলেন্দু গুণ
খাসীর সিনার মতো টুকরো-টুকরো কেটে ফেলবো তোকে,
এক কোপে ধড় থেকে নামাবো মাথাকে।
বিকেলে ফুলের দাম ইদানীং বেড়েছে অনেক,
ইদানীং লক্ষ্য করছি কণ্ঠে তোর সমুদ্রের ঢেউয়ের মতন
ওঠে গান, গ্রীবায় গর্বিত হয় এলোমেলো মেদমত্ত ভাঁজ।
তোর অযৌক্তিক স্তনগুচ্ছ কঁপায় আমাকে,
কী দারুণ অহংকারে নিতম্ব কার্পাসে নাচে তোর।
আমি তোকে খাসীর সিনার মতো টুকরো টুকরো করে
কেটে ফেলবো আজ।
অতঃপর জবেহ-করা মোরগের মতো অন্তিম নৃত্যের শেষে
তোর শান্ত সমাহিত অসামান্য রূপসী শরীর
শব্দহীন পড়ে থাকবে পথে।
একটি পিঁপড়ে এসে অনায়াসে কালো তিলে বসবে কটিতে,
আর উড়ন্ত স্তনের চিহ্নে বসবে দুপুর।
আমার বাড়ির পাশে সারারাত পড়ে থাকবি তুই।
দু’হাত বিচ্ছিন্ন তোর মৃতদেহ আচার্যের প্রতিমার মতো,
নাভীর সামান্য নিচে কালো চাঁদ, ক্ষতচিহ্ন পিঠে নিয়ে
আজীবন পড়ে থাকবি তুই।
এক কোপে ধড় থেকে নামাবো মাথাকে।
বিকেলে ফুলের দাম ইদানীং বেড়েছে অনেক,
ইদানীং লক্ষ্য করছি কণ্ঠে তোর সমুদ্রের ঢেউয়ের মতন
ওঠে গান, গ্রীবায় গর্বিত হয় এলোমেলো মেদমত্ত ভাঁজ।
তোর অযৌক্তিক স্তনগুচ্ছ কঁপায় আমাকে,
কী দারুণ অহংকারে নিতম্ব কার্পাসে নাচে তোর।
আমি তোকে খাসীর সিনার মতো টুকরো টুকরো করে
কেটে ফেলবো আজ।
অতঃপর জবেহ-করা মোরগের মতো অন্তিম নৃত্যের শেষে
তোর শান্ত সমাহিত অসামান্য রূপসী শরীর
শব্দহীন পড়ে থাকবে পথে।
একটি পিঁপড়ে এসে অনায়াসে কালো তিলে বসবে কটিতে,
আর উড়ন্ত স্তনের চিহ্নে বসবে দুপুর।
আমার বাড়ির পাশে সারারাত পড়ে থাকবি তুই।
দু’হাত বিচ্ছিন্ন তোর মৃতদেহ আচার্যের প্রতিমার মতো,
নাভীর সামান্য নিচে কালো চাঁদ, ক্ষতচিহ্ন পিঠে নিয়ে
আজীবন পড়ে থাকবি তুই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৬৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন