যে এলাকা আমার দখলে
নির্মলেন্দু গুণ
হাত বদল হচ্ছে বহু কিছু। হাত বদল হচ্ছে অনেকেই।
একটি প্রিয় বইয়ের মতো আজ এ হাতে কাল ও হাতে,
বদল হচ্ছে যুদ্ধক্ষেত্র সিলেট থেকে চুয়াডাঙায়।
যেমন তুমি স্নানের শেষে বদলে ফেলো হঠাৎ-ভেজা
রাতের শাড়ি, তেমনি এখন বদল হচ্ছে খুনির পোশাক,
রক্তমাখা শহরগুলো পাকিস্তানে, বাংলাদেশে।
আমার ঘরে কিছুই হয় নি, একেবারে কিচ্ছু হয় নি,
তেমনি আজো চুল-ওড়ানো, ফুল-কুড়ানো বাতাস খেলে।
আমি আমার ঘরের চালে লাল পতাকা উড়িয়ে রাখি।
অন্ধকারেও আমার ঘরে তিনটি তারা, সবার জন্যে বন্ধ দুয়ার,
তোমাকে ছাড়া কাউকে আমি ঘরের মধ্যে ঢুকতে দিই না।
একটি প্রিয় বইয়ের মতো আজ এ হাতে কাল ও হাতে,
বদল হচ্ছে যুদ্ধক্ষেত্র সিলেট থেকে চুয়াডাঙায়।
যেমন তুমি স্নানের শেষে বদলে ফেলো হঠাৎ-ভেজা
রাতের শাড়ি, তেমনি এখন বদল হচ্ছে খুনির পোশাক,
রক্তমাখা শহরগুলো পাকিস্তানে, বাংলাদেশে।
আমার ঘরে কিছুই হয় নি, একেবারে কিচ্ছু হয় নি,
তেমনি আজো চুল-ওড়ানো, ফুল-কুড়ানো বাতাস খেলে।
আমি আমার ঘরের চালে লাল পতাকা উড়িয়ে রাখি।
অন্ধকারেও আমার ঘরে তিনটি তারা, সবার জন্যে বন্ধ দুয়ার,
তোমাকে ছাড়া কাউকে আমি ঘরের মধ্যে ঢুকতে দিই না।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন