সার্থক কবি নজরুল

মোঃ শামীম হোসেন মোঃ শামীম হোসেন

স্বরবৃত্ত ছন্দ মাত্রা =>৪+৪/৪+৪

নজরুল তুমি মন গহিনে
গজল গানের সুরে সুরে ;
কবিতাতে দ্রোহ হুংকার
রাখছো তুমি যত্নে মুড়ে।

নজরুল তুমি সার্থক কবি
এমন করে তোমায় ভুলি ;
প্রতিবাদের বজ্র বানী
লিখছো তুমি কলম তুলি।

তোমার আদর্শ বুকে ধরে
চলি সদা পন্থ বেয়ে ;
অন্যায় দেখলে দুটি চোখে
প্রতিবাদে যায় যে ধেয়ে।

নজরুল তুমি জ্ঞানের ভান্ডার
কবিতা গান তারি প্রমাণ ;
দ্রোহ বানী বাজে হৃদে
দেয় যে মোরে সাহস যোগান।

তুমি নেই আর ধরার মাঝে
আছো ভক্তের হৃদের কোনে ;
নজরুল স্যারকে রাখবেন সুখে
প্রভুর কাছে চাই প্রাণপণে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন