নারী
কবি ইমদাদ শাহ্
নরের মনে বহে কি ঝরনা বহে কি নদী নিরবধি
যদি বহে সেথা রহে লক্ষ্মী নারীর লক্ষ্মী নিধি
বহে কতকাল ধরে কে হাল
নারীই প্রথমা নারীই বহাল
আষাঢ় ভাদ্রে নারী এসে দিয়েছে দিশা
কেটেছে ঘোর নিদারুণ অমানিশা
দিয়েছে নারী তেজ দিয়েছে সাহস
প্রসন্ন তুমি প্রসস্ন তবে তাপস
প্রসন্ন দুনিয়ার যত বীর বাবু সন্তার্প
অকারন যন্ত্রণা-নিদারুণ উত্তাপ
দুনিয়ার যত গরিয়ান মহিয়ান
সবাই শুনেছি ওদের জিতেন্দ্রীয় জয়গান
নারীর কেবলি চোখের পাতার জল-অগ্নি
নারী কন্ঠ শীতল সৃষ্টি-লগ্নী
ভোরের আলো ফুটেছি কি টুটেছে কি বহিভাল
প্রভা নিয়ে এসেছে শধুই নারী টুটাতে কলিকাল
যদি বহে সেথা রহে লক্ষ্মী নারীর লক্ষ্মী নিধি
বহে কতকাল ধরে কে হাল
নারীই প্রথমা নারীই বহাল
আষাঢ় ভাদ্রে নারী এসে দিয়েছে দিশা
কেটেছে ঘোর নিদারুণ অমানিশা
দিয়েছে নারী তেজ দিয়েছে সাহস
প্রসন্ন তুমি প্রসস্ন তবে তাপস
প্রসন্ন দুনিয়ার যত বীর বাবু সন্তার্প
অকারন যন্ত্রণা-নিদারুণ উত্তাপ
দুনিয়ার যত গরিয়ান মহিয়ান
সবাই শুনেছি ওদের জিতেন্দ্রীয় জয়গান
নারীর কেবলি চোখের পাতার জল-অগ্নি
নারী কন্ঠ শীতল সৃষ্টি-লগ্নী
ভোরের আলো ফুটেছি কি টুটেছে কি বহিভাল
প্রভা নিয়ে এসেছে শধুই নারী টুটাতে কলিকাল
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন