তারার মেলা
মোঃ মহাসিন ইসলাম
আকাশ জুড়ে তারার মেলা,
উথাল পাথাল মন।
মন বলে থাকতো যদি,
পাশে আপন জন।
কতোই না লাগতো ভালো,
তারার আলোই মুখ।
অজানা এক অনূভুতি,
বুকে বাড়ায় সুখ।
চায় যে এক লক্ষী মেয়ে,
চাঁদমাখা তার মুখ।
তার কাছেই বলব খুলে,
মনের যত দুখ।
দুঃখ ভুলে সুখ সে দেবে,
আকাশ সমান মন।
তার সাথেই কাটবে সময়,
হবে জীবন মধুবন।
উথাল পাথাল মন।
মন বলে থাকতো যদি,
পাশে আপন জন।
কতোই না লাগতো ভালো,
তারার আলোই মুখ।
অজানা এক অনূভুতি,
বুকে বাড়ায় সুখ।
চায় যে এক লক্ষী মেয়ে,
চাঁদমাখা তার মুখ।
তার কাছেই বলব খুলে,
মনের যত দুখ।
দুঃখ ভুলে সুখ সে দেবে,
আকাশ সমান মন।
তার সাথেই কাটবে সময়,
হবে জীবন মধুবন।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন