মিলাদুন নবী

মোঃ শামীম হোসেন মোঃ শামীম হোসেন

রবিউলের বারো তারিখ
সোমবার দিবাগত রাতে
ভূমিষ্ট হন নবী ;
প্রিয় নবীর আগমনে
বিশ্বে ছড়ায় নূরের জ্যোতি
হৃদে মাঝে ছবি।

মিলাদে নয় খাওয়া দাওয়া
প্রার্থনাতে পানা চাওয়া
মৃতব্যক্তির প্রতি;
প্রভুর কাছে মোনাজাতে
কাঙ্গাল বেশে দুটি হাতে
করে মাথা নতি ।

কিছু সংখ্যক আলেম আছে
রেফারেন্স নেই কথার মাঝে
মিলাদ বেদাত বলে ;
জাতির মাঝে ভ্রান্তি ছড়ায়
তাদের রুখতে করো লড়াই
সবে দলে দলে।

নবীর প্রেমে আশেক যারা
ঈদে মিলাদ মানে তারা
সবে করে পালন;
নবী মোদে পরশ মনি
পদার্পনে হিরার খনি
করে সেথায় ধারণ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন