ছায়ারানী
কবি ইমদাদ শাহ্
মম দিবালোকে যেথায় যাই- খুঁজি আমার আমি
ছায়ারাণী,ছায়ারাণী -দর্পন আমার দিনমনি!
কোথায় নেই ?কোথায় নেই?- সর্বত্র তার রাজত্ব!
দৌড়ি যাই, ছুটে পালাই -আমার পিছু তার ব্রত;
কৃষ্ণবরণী সে কণ্যা আঁধারে দেয়(আমায়) ধন্যা
আড়ে তার নয়নাভিরাম ধূসর রূপের বন্যা
সৃষ্টকুলে কৃষ্ণ বিনে ,দলে সবাই মুটের ছায়া
লুকিয়ে যখন সন্ধ্যা নামে হয়ত মিলে শ্রী কায়া
দিগন্তের দক্ষিণ কোণে, দৌড়ে ছুটি- আষাঢ় গানে
হঠাৎ দেখি ,আরেক ছায়া, ক্রস করেছে আক্ষাণে!
দুভাগ হেরি পুরলো কপাল, যাবো আমি কোথায়?
দক্ষিণা বাতাস কানে কানে আমায় এসে শুধায়-
"আকাশ পানে চেয়ে দেখ পাবে সে সুশীতল ছায়া
মহাজীবন উদারজীবন- বিন্দু বধূর মায়া"
ছায়ারাণী,ছায়ারাণী -দর্পন আমার দিনমনি!
কোথায় নেই ?কোথায় নেই?- সর্বত্র তার রাজত্ব!
দৌড়ি যাই, ছুটে পালাই -আমার পিছু তার ব্রত;
কৃষ্ণবরণী সে কণ্যা আঁধারে দেয়(আমায়) ধন্যা
আড়ে তার নয়নাভিরাম ধূসর রূপের বন্যা
সৃষ্টকুলে কৃষ্ণ বিনে ,দলে সবাই মুটের ছায়া
লুকিয়ে যখন সন্ধ্যা নামে হয়ত মিলে শ্রী কায়া
দিগন্তের দক্ষিণ কোণে, দৌড়ে ছুটি- আষাঢ় গানে
হঠাৎ দেখি ,আরেক ছায়া, ক্রস করেছে আক্ষাণে!
দুভাগ হেরি পুরলো কপাল, যাবো আমি কোথায়?
দক্ষিণা বাতাস কানে কানে আমায় এসে শুধায়-
"আকাশ পানে চেয়ে দেখ পাবে সে সুশীতল ছায়া
মহাজীবন উদারজীবন- বিন্দু বধূর মায়া"
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন