মোঃ শামীম হোসেন

কবিতা - মানবতার কথায় হাসি

লেখক: মোঃ শামীম হোসেন

মানবতার কথা শুনলে
বড্ড হাসি যে পায় ;
নিন্দুকের দল মুখোশ পরে
নীতির বানী শোনায়।

অগোচরে চুরি করা
তাদের নিত্য পেশা ;
আড়ালে মদ গাঞ্জা সেবন
করে কত নেশা।

সাধু বেশে খোঁজে সদা
অপকর্মে ধান্ধা ;
এরা নাকি সমাজ সেবক
জগৎ শ্রেষ্ঠ বান্দা।

কি বলবো আর কলি কথা
সাধু বেশে চলে ;
সময় খোঁজে কখন তাঁরা
মারবে মরণ কলে।

লোক দেখানো নীতির কর্ম
নিজের স্বার্থে করে ;
হাসিল হলে পাল্টি মারে
গলা চেপে ধরে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন