যারে যারে উড়ে যারে পাখী

সলিল চৌধুরী সলিল চৌধুরী

যারে যারে উড়ে যারে পাখী ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি।


আকাশে আকাশে ফিরে যারে ফিরে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায় শুধু মনে মনে তোকে ডাকি
চাহিনা খেলিতে খেলা শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।


আমারই স্বপ্ন হয়ে আর কত কি এনেছ বয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া জানি সবই রয়ে গেল বাকী
এবারে ভাসাব ভেলা শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন