অভয়া

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

অভয়া
শংকর ব্রহ্ম


ধর্ষণের বিচার চাই বিচার চাই
ধ্বনি বাজে আকাশে বাতাসে
মেয়েদের রাত দখলের ডাকে
জনগণ দাঁড়ায় এসে পাশে।

আমাদের ভয় ভাঙাল অভয়া
ভেঙে দিল যেন ঘুম জড়তা
সংক্রমিত সাহসে ভরে করে
জেগে ওঠে সব আমজনতা।

এই নরকভূমিতে আর নয় বাস
এবার দেশকে স্বর্গ গড়তে হবে,
ধর্ষক খুনিদের কঠিন শাস্তি দিলে
তবে অভয়ার সঠিক বিচার হবে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন