প্রভুই রিজিকদাতা
মোঃ শামীম হোসেন
প্রভুর সৃষ্টি বিশ্বজাহান
সৃষ্টি উদ্ভিদ প্রাণী ;
আল্লাহ মোদের রিজিক দাতা
জেনে ও না মানি।
সৃষ্টি করছেন প্রভু মোদের
করতে যে ইবাদাত ;
প্রভুর হুকুম ভুলে ভবে
করছি কত বিদআত।
প্রভুর সঠিক তাওয়াক্কুলে
রিজিক পেতাম ঘরে ;
শ্রেষ্ঠ মানব ভ্রান্তি পথে
অন্ন খুঁজে মরে।
পশু পাখি আহার যেমন
রাখছেন করে মুক্ত ;
তাওয়াক্কুলে মোদের রিজিক
করতেন তিনি যুক্ত।
মানব মোরা স্বার্থ লোভী
নগদ লাভের ধান্দা ;
ইমান মোদের নাইকো খাসা
আমরা এমন বান্দা।
সৃষ্টি উদ্ভিদ প্রাণী ;
আল্লাহ মোদের রিজিক দাতা
জেনে ও না মানি।
সৃষ্টি করছেন প্রভু মোদের
করতে যে ইবাদাত ;
প্রভুর হুকুম ভুলে ভবে
করছি কত বিদআত।
প্রভুর সঠিক তাওয়াক্কুলে
রিজিক পেতাম ঘরে ;
শ্রেষ্ঠ মানব ভ্রান্তি পথে
অন্ন খুঁজে মরে।
পশু পাখি আহার যেমন
রাখছেন করে মুক্ত ;
তাওয়াক্কুলে মোদের রিজিক
করতেন তিনি যুক্ত।
মানব মোরা স্বার্থ লোভী
নগদ লাভের ধান্দা ;
ইমান মোদের নাইকো খাসা
আমরা এমন বান্দা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন