এই জীবন রাজ্যের প্রবেশ নিষ্ক্রমণের জন্যে
মাত্র একটি বারের মতো ভিসা পাওয়া যায়
মাল্টিপল ভিজিট লেখা থাকে না ছাড়পত্রে
ভ্রমণে শুধু নিসর্গই যা সাজিয়ে রেখেছে
তার দিকে চোখ মেলে তাকাতে তাকাতেই
পলকে সময় শেষ
অন্ধকার ঘন হয়ে আসতে থাকে
কবি দেখেছে
অপরুপা নদীকে
জপমালার মত ধরে রেখেছে প্রান্তর –
কত সৌধ-ভাস্কর স্থপতির উপাসনার উপলক্ষ হয়ে
গির্জা মন্দির মসজিদের রূপ নিয়ে
চিরস্থির হয়ে আছে
এমনকি ধ্বংসের সামনে
ঘাড় শক্ত করে দাঁড়িয়ে আছে
অহংকারী বিজয় তোরণ
সবকিছুর উপরে তবু
অন্ধকার ঘন হয়ে আসছে
তবে কি ভালো হবে
বাউল বৃক্ষের নীচে বসে
এ ভ্রমণে যত সুর শোনা গেল
তার কোন একটা তোমার দোতারায় তুলে নেওয়া
হয়তো এখনই
ফেরার ফ্লাইটের ঘোষণা শোনা যাবে
বারবার আসার অনুমতি
ছাপমারা নেই ছাড়পত্রে
তবে ভালবাসবার জন্যে কোন ছাড়পত্র লাগে না
তুমি না হয় আর একবার ভালোবেসো
একবার কেন? সহস্রবার বাজিও তোমার দোতারায় যৌবনের অসমাপ্ত গান
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দি আশার কুহকে)

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
১৪৭
মন্তব্য করতে ক্লিক করুন