এরকম নৌকো কোন সাগরের মোহনায়
যেখানে পাখি হবার জন্য
সে নোঙরের কাছি
ছিন্ন করার স্বপ্ন দেখতে শুরু করল
একদিন আমার স্বপ্ন
সমুদ্রগামী নৌকোর পালের মতো
বাতাসে ছটফট করে উঠবে
আমি চমকে দেখব
আমার দড়াদড়ি আর নেই
অল্প বয়সের ঘোর লাগা দিনে
শুনেছিলাম বসন্ত নাকি
সুদূর সমুদ্রপারের পাখি
বেলা তটে এক শঙ্খের মধ্যে তার ফুৎকার
ভরে দিয়ে বলছে –
আমি বিদ্রোহ ঘোষণা করলাম
সেই দিন থেকেই
আমি জেগে আছি
বসন্তে মথিত দুঃখ নিয়ে
সেই দিন থেকেই আমার দুঃখ-সুখ
জীবন-মৃত্যু
সমান হল যেন.
~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দী আশার কুহকে)
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন