সৌমিত্র চট্টোপাধ্যায়

কবিতা - জাগিয়ে দেওয়ার ভার

লেখক: সৌমিত্র চট্টোপাধ্যায়

পৌষের হাওয়াকে ভার দেওয়া আছে
চলে যাবার আগে
তরুণীটিকে জাগিয়ে দিয়ে যাওয়ার জন্যে
তারপর শিশিরে ভেজা মাঠে
সে হৃদয় স্থাপনা করবে
ততক্ষণ শীতের হাওয়া
স্বস্তিবিহীন এলোমেলো ঘুরছে
যেমন বা গ্রামের মেলায়
উদ্দেশ্যহীন থেকে যায় দু-একজন সম্বলহারা
শীতের হাওয়ার জন্য যারা অপেক্ষা করে আছে
বনপ্রান্তর ধূসর পাহাড়
বিরাট নদীর বুকে ইস্টিমার
পৌষ একদিন তার দীনা মূর্তিটা সরিয়ে রেখে
দেশজুড়ে এই সকল সান্তনার মধ্যে
ভ্রমণে যাবে
তার আগে এক তরুণীকে
জাগিয়ে দিয়ে যাবার ভার আছে তার ওপর
দুঃখ বঞ্চনা শোকের থেকে বড় সন্তোষে
এই তরুণী জেগে উঠবে
জাগর জনপদের মধ্যে –
তারপর শিশিরে ভেজা মাঠে
সেও পৌষেরই মতো
তার হৃদয় স্থাপন করবে.

~ সৌমিত্র চট্টোপাধ্যায় (কাব্যগ্রন্থ, স্বেচ্ছাবন্দী আশার কুহকে)

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন