জলের মতো হতে

মানব মন্ডল মানব মন্ডল

তোমার ভালোবাসা পেতে
মন চায় জলে মতো হতে।
তোমাকে ভালোবেসে
চাই তোমার সাথে মিশে যেতে।
শেষ এসে যদি বা
গভীরতর লাভ নাই হলো,
তবু সমুদ্র ঢেউয়ের মতো সহস্র বাহু দোরে তোমাকে চাই বেঁধে রাখতে।
তাই অনোরগল জীবন গল্প বলতে,
বসে জীবনের সৈকতে।
পরস্পরের সাথে দু-দণ্ড হবো মুখোমুখি
শুধু শতাব্দীর প্রাচীন সূর্যে হবে আমাদের ভালোবাসার সাক্ষী
পেয়েছি যে আঘাত জীবনের প্রতিটি আলোড়নে
তোমার সাথে মিলনে যাবো ভুলে।
জলের মতো আমি তোমাকে ভালোবেসে,
তোমার সাথে যাবো মিশে।
তোমার রং এ, তোমার আকারে আমাকে নিও সাজিয়ে।
ও দুষ্টু মেয়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন