ইচ্ছে পাখি মেলছে ডানা
মিস্টি হাসি হেসে
কত কথা বলে গেল
একটুখানি কেশে। X২
ভাংগছে নগর গড়ছে শহর
বাড়ি গাড়ি কত
একটুখানি সরে দেখো
পায়ের নিচে ক্ষত। X২
যাচ্ছে গ্রীষ্ম চলছে বর্ষা
আগুন হিমালয়
গাছগুলো সব মাঠের পাশে
গুণছে একতে নয়। X২
পড়বে কাটা রাত্রি সারা
ভয়ে রাত পেরোয়
সূয্যিমামা উঠলে হেসে
ধুঁকতে শুরু হয়। X২
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন