ঊর্ধ্বাকাশে আজ বাজিছে মাদল, বাজতে দে।
নিম্নে ধরণীতল,
আজ হইয়াছে উতল,
হইতে দে।
আমরা তরুণ সংগ্রামী দল,
আমাদের লড়তে দে।
আমরা অরুণ প্রাতে ঊষার দুয়ারে,
হানিবই আঘাত।
প্রয়োজনে ত্যাগিব উত্তল রক্ত,
তবুও আনিব বিদ্রোহী রাঙা প্রভাত।
রাত্রিভর রক্তনদী আজ অবশ্য বহিবে।
একদা তিমির রাত অবশ্য টুটিবে।
সংহারের পিছে মোরা করিব সৃষ্টিনব,
গাহিয়া নবীনের গান।
যমকে করিয়া বন্দী,
মোরা সজীবই মহাশ্মশান।
ঘুচাব হতাশা আমরা,
দানিবই আজ নবপ্রাণ।
আসিবেই উত্থান আজ,
নবজাতকের বেশ ধরে।
আনিবে তারা নবীন বল,
কঠোর বাহুডোরে।
হায় রে নবজাতক,
তোরা শোন রে পাতিয়া নব কান।
ঘরে ঘরে মৃত্যুর শোক আজ,
ওরা করছে জীবনের ভিক্ষা,আহ্ববান।
ভাঙ রে তোরা আগল,
ভাঙিয়া বাঁধার বিন্ধ্যাচল।
মোরা সংগ্রামী জনতা দল,
মোদের সঙ্গে চল।
কবির স্বপ্ন মোরা করিব পূর্তি আজ,
মিলাও শতপদতল।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন