কবিতা - আভেগ

লেখক: অর্থি সাহা

যে ছিল আমার স্বপ্নের রাজ
আমার ভালোবাসায় ছিল না কোন খাজঁ
তার জন্য আমার মন আজও কাঁদে
আমার স্বপ্ন যে আজও তাকেই বাধেঁ
দুটি মনের কাছাকাছি আসা
এরই নাম ভালোবাসা
দিন কেটে যায় তার কথা ভেবে
সে কি আমার কথা ভাবে
তাকে দেখার জন্য মন হতো উওলা
তার কাছে মনে হয়েছিলো এ শুধুই খেলা
তুমি যে ছিলে আমার ভালোবাসার নিবির হাসি
আজও আমার মন বলে শুধু তোমাই ভালোবাসি
তোমায় দেখলে মিলে যেত সব ছন্দ
তোমায় ভালোবাসায় আমি যে ছিলাম অন্ধ
জানালায় শুজ্ব্য হয়ে তাকিয়ে থাকি ভাবি,
জোনাকিরা ডাকবে নাকি
নদীর তীর থেকে মৃদু বাতাস ভেসে আসে
মনে হয় সেথায় বসতে গিয়ে তোমার পাশে
তোমার হাতটি ধরে আজও হাঁটতে ইচ্ছা হয়
নাকি অন্যকেউ তোমায় আঁকড়ে ধরে রয়

জানিনা যে তোমায় কতটা ভালোবাসে
থাকে কিনা সকল সুখে দুঃখে তোমার পাশে
কখন যে কি হয় বুঝতে পারি না
কষ্ট পেতে যে আর মন চায় না।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন