আঘাতে-কষ্টে ভরেছে জীবন পুরোনো বছর জুড়ে ,
আবার একটা নতুন বছর গাইছে নতুন সুরে ।
কর্দমাক্ত মনগুলো হোক ধুয়ে মুছে সব সাফ,
অন্যায়ের সাথে আপোষ না করে করেছি তাদের মাফ ;
জটিল কোন গোলকধাঁধায় পড়লাম বুঝি ঘুরে
সমস্যা যত আসবে এবার নতুন বছর জুড়ে ।
ঝর্না যেমন স্রোতস্বিনী , বয়ে চলে পাঁক বুকে
আমিও তেমন ঝর্নাস্বরূপ ; ভাসব অলীক সুখে ।
ভাঙার লোক অনেক ; তবু পাব গুটিকয়েক পাশে
তাদের ঘিরেই বাঁচবে জীবন দুরন্ত উল্লাসে ,
মুখোশধারী মানুষগুলোর থেকে দূরে গিয়ে
জীবনটাকে সাজিয়ে নেব প্রিয়জনদের নিয়ে ।
পুরোনো বছর উপহার দিল হাজারখানেক ক্ষত
ক্ষতস্থান সারিয়ে আবার বাঁচব নিজের মতো
লোকে কে কি বলল তাতে দেব না আর কান ,
নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রাখবো এবার মান !
জীবন নিয়ে আগুনখেলা খেলেছি অবিরাম
সস্তার এই জীবনের কতই বা আর দাম !
নতুন সূর্য উঠেছে প্রথম উষ্ণতা সাথে নিয়ে
সবার নতুন বছর কাটুক ভালো দুঃখ ভুলে গিয়ে ॥
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন