হাসান জামান

কবিতা - অবশেষে

লেখক: হাসান জামান

অবশেষে
হাসান জামান

অবশেষে একদিন সব হারিয়ে যায় –
হারায় স্বপ্নচূড়া স্বপ্নের সুনীল আকাশ
হারায় প্রেমের জমীন রাজ সিংহাসন
পড়ে থাকে সাজানো সংসার অমূল্য রতন!

যে পথে মানুষের পৃথিবীতে আসা
সেই পথে অনিবার্য ফিরে যাওয়া
মাঝখানে দু দন্ড সময়ের মুসাফির
খেলে যাও যুদ্ধ শান্তি খেলতামাসা!

লড়াই সংগ্রাম পাওয়া না পাওয়া
নিরন্তর জীবন সমুদ্রে হাবুডুবু খাওয়া
ভালোবাসার কাঙাল পথ খুঁজে খুঁজে
শুন্য হাতে অচেনা স্টেশনে রাত্রি শেষে
আঁধারে মোমের মতন গলে যাওয়া!
অবশেষে একদিন
পৃথিবীর সব আলো নিভে গেলে
তুমি আমি নক্ষত্রের নীড়ে হবো বিলীন!

১১১
মন্তব্য করতে ক্লিক করুন