জল থেকে শীতলতা শুষে নিচ্ছে পা,
ঢেউয়ের গা বেয়ে ভেসে আসে বাতাস।
সমুদ্রে ডুব দিয়ে ঘুমোতে যায় সূর্য,
আমাকে অতলে হারাই আমি,
গভীরতা মাপতে শেখেনি চোখ।
মোটা ফ্রেমের চশমা রেখেছি খুলে,
বাঁ পকেটে কুড়িয়ে নিয়েছি বালি
তীরের কাছে স্বস্তি ফেলে জাহাজ।
আমার জন্য বিষাদ তুচ্ছ ছিল,
ঝড়ের আগে নীরব যেমন দিন
মেঘের বুকে বজ্র যেমনি থাকে,
হাতছানি দিয়ে ডাকছে প্রদীপজ্বীন।
ইচ্ছে আমার সমুদ্র জয়,
নাবিক মন,ভাসাও-ভাসি আমি
পায়ের কাছে শেকল বাধাঁ পিছুডাকের,
মুখ ফিরিয়ে অভিমান থেকে নামি।
চোখের জল’কি শুষে নিয়েছ তুমি?
তোমার জলের নোনা স্বাদ কে দিলো?
আমার মন তোমার শুষ্ক বালির মতো,
যে সব হারিয়ে,নিজেকে আবার ছুঁলো ।
কবিতার কাছে ছন্দ নিয়ে ঋণ,
ঢেউয়ের কাছে শিখেছি তীরে ফেরা
আমার কাছে আমি মানে পুরোটাই,
তোমার কাছে,হবো সাতঁরে আত্মহারা।
© Farhan Noor Shanto
মন্তব্য করতে এখানে ক্লিক করুন