বকের শাড়ি যাচ্ছে উড়ে মেঠো-পথের বাঁকে
বিজয় দিবস আজ আমাকে হাতছানিতে ডাকে
কলসি কাখে কাজল বধুর মুখে মধুর হাসি
নদের কূলে বৃক্ষ ছায়ায় রাখাল বাজায় বাঁশি।
ধানের দেশে গানের দেশে আমি কিশোর কবি
স্বদেশ প্রেমের রঙ- তুলিতে আঁকি মায়ের ছবি
কবির হাসি ছবির হাসি শাপলা ফুলে ফোটে
সুপ্রভাতের হাসি ফোটে লালগোলাপের ঠোঁটে।
রোজ প্রভাতে স্বাধীন স্বদেশ সূর্যের হয়ে হাসে
সোনারোদের ঝিকিমিকি শিশির ভেজা ঘাসে
ছোট্ট খুকুর খুশির দুপুর ঘোমটা পড়া লাজে
কাঠবেড়ালি ব্যস্ত ভিশন পুতুল বিয়ের কাজে।
আমার দেশে মুক্ত-মাঠে সোনার ফসল ফলে
মাঠের কিষাণ তৃষা মিটায় নদীর শীতল জলে
অনেক দূরের পাহাড়পুরে সবুজের মাঠ ছুঁয়ে
মাটির মায়ায় সুনীল আকাশ কেবল পড়ে নুয়ে।
দেশটাকে তাই বীরের বেশে বুকে আগলে রাখি
বুকের খাঁচায় এদেশ সবার সাধের ময়না পাখি
হিংসা বিদ্বেষ বিরোধ ভুলে দেশ বাঁচাতে লড়ি
কুমার কূলে কাশের ফুলে সুখের বসত গড়ি।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন