কথার সমুদ্রে শব্দের ঢেউ
আছড়ে পড়ে প্রেমের কণ্ঠে,
জেগে ওঠে সুনামির তাণ্ডব
প্রথম প্রেমের প্রথম আলিঙ্গনে।
যে কথার ভিত্তি নেই সেও ঠাঁই
শক্ত পায়ে শক্তির শেষ নাই,
এক অর্বাচনিয় তুফান ছোটে
একটি যুগলের ঐ চারটি ঠোঁটে।
প্রেমের টানে জোয়ারে ভেসে
ঠিকানা বিহীন তবু ছুটছে নাও
এইতো প্রেমিক এইতো প্রেমিকা
প্রথমার মতো আছে কি কেউ?
৩৫৯

মন্তব্য করতে ক্লিক করুন