মঈন মুরসালিন

কবিতা - সম্ভাবনার সোনালি মুখ

মঈন মুরসালিন

সাহসের সিঁড়ি ভেঙে জীবনের গতি
জীবনের রেল চলে ঠিকানাবিহীন
থৈ থৈ সুখ
ছিটেফোঁটা আশা
কুয়াশার হিমে ভেজা অবনত দুখ
তবুও সূর্য দেখি কিশোরীর ঠোঁটে।

সূর্যকে ঢেকে দেয় হতাশার চাদর
চাদরকে ফুটো করে কখনও কখনও
দেখি মুচকি হাসি
সম্ভাবনার সোনালি মুখে।

পরে পড়বো
১৪৬
মন্তব্য করতে ক্লিক করুন