মঈন মুরসালিন

কবিতা - জুতোর ভেতর পথের প্রশ্ন জমেছে

মঈন মুরসালিন

সন্ধ্যার গোপন বৃক্ষের খোড়লে
কেউ কেউ গীতিকাব্য জমা রাখে
আগামী দিনের জন্য-

একদিন তারা চলে যাবে- যেতে হবে
তাদের খবর থাকে না মহাকালে।

শব্দশোভিত গীতিকাব্যের বর্ণগুলোর
কথা ছিল জ্যোৎস্না হবে, আলো জ্বালবে
এখন তারাই পৃথিবীর জঞ্জাল।

মহাকালের জুতোর ভেতর পথের প্রশ্ন
জমে জমে ভাঙে স্বপ্নঘর
ধূসর চোখের দৃষ্টিতে নেমে নেমে আসে
বেদনার জলরঙ।

পরে পড়বো
১৯২
মন্তব্য করতে ক্লিক করুন