কথাসাহিত্যিক আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার
কথাসাহিত্যিক আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার

আলোচনা - কথাসাহিত্যিক আফরোজা পারভীন পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার

লেখক: সাহিত্য বার্তা
প্রকাশ - বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

সরল বক্তব্যের মধ্য দিয়ে পাঠকের কাছে পৌঁছাতে পারা লেখকের বড় পরীক্ষা। কথাসাহিত্যিক, গবেষক ও নাট্যকার আফরোজা পারভীন সহজ-সরল গোছানো লেখার ভেতর দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন পাঠকের কাছে।

অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে আলোচকদের বক্তব্যে উঠে এল এসব কথা। এবার অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক আফরোজা পারভীন। রাজধানীতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আফরোজা পারভীন বলেন, লেখককে গল্প খুঁজতে হয় না। চারপাশের প্রতি সংবেদনশীল হলে গল্প লেখকের কাছে আসে। এ সময় তিনি তাঁর লেখক জীবনে পরিবার-স্বজনদের কাছ থেকে পাওয়া সমর্থনের কথা উল্লেখ করেন। মুক্তিযুদ্ধের সময়ের ভয়াবহ অভিজ্ঞতা, নিজের ভাই হারানোর অতীতসহ দীর্ঘ অভিজ্ঞতার কথা উঠে আসে তাঁর বক্তব্যে।

কথাসাহিত্যিক আন্দালিব রাশদী বলেন, আফরোজা পারভীনের লেখার মধ্য দিয়ে দৃশ্যপট আঁকতে পারেন। তাঁর লেখা পাঠের সময় দৃশ্য আর চরিত্রগুলো চোখের সামনে ভেসে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আফরোজা পারভীনের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক হামীম কামরুল হক এবং কথাসাহিত্যিক নাসরীন মুস্তফা।

(সুত্র একুশে টিভি অনলাইন)

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন