অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - তোমায় খুব ভালোবাসি

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

তোমায় খুব ভালোবাসি,
হে শিব, তোমায় খুব ভালোবাসি।
আমার জীবন তুমি
আমার নিঃশ্বাস-প্রশ্বাস তুমি
আমার আশা-ভরসা তুমি
আমার চাওয়া-পাওয়া তুমি
আমার সুখ-দুঃখ তুমি।
এমন আরও কত বলব?
সংক্ষেপে বলতে গেলে
আমার সবকিছুই তুমি।
তোমায় খুব ভালোবাসি,
হে মহাদেব, তোমায় খুব ভালোবাসি।
তোমায় খুব ভালোবাসি,
হে উমাপতি, হে কৈলাসপতি, হে পরমেশ্বর
তোমায় খুব ভালোবাসি।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
২২/১১/২০২৪

৯২
মন্তব্য করতে ক্লিক করুন