শ্রমিকের দাবি
অভিজিৎ হালদার
শ্রমিকের দাবি নিয়ে
বিদ্রোহ ঘটেছে ঘরে ঘরে
একটি রুটির বিনিময়ে
রক্ত ঝরেছে ভুবনে।
ঘামের দাম নিতে গিয়ে
কেহ হয়েছে নিখোঁজ
আবার কেহ বা হয়েছে মৃত
পথের চেনা উল্টো গলিতে।
দিনের শেষে দাবি ওঠে
ভাত নুন কাপড়ের আশায়
দূর থেকে ছুটে আসে হানাদার
বিদ্ধ করে গুলিতে শ্রমিকের হৃদয়।
বিপ্লব ঘটেছে পত্র পত্রিকায়
শ্রমিকের দাবি নিয়ে
কোথায় সেই লেখা!
চাপা পরেছে অন্ধগলিতে।
শ্রমিকের দাবি আজও হয়নি পূরণ
ঘটেনি বিপ্লব গ্রামের বাঁকা পথে
পৌঁছায়নি আশার আলো
গ্রাস করেছে নিঝুম রাত।।
০১/০৫/২১
বিদ্রোহ ঘটেছে ঘরে ঘরে
একটি রুটির বিনিময়ে
রক্ত ঝরেছে ভুবনে।
ঘামের দাম নিতে গিয়ে
কেহ হয়েছে নিখোঁজ
আবার কেহ বা হয়েছে মৃত
পথের চেনা উল্টো গলিতে।
দিনের শেষে দাবি ওঠে
ভাত নুন কাপড়ের আশায়
দূর থেকে ছুটে আসে হানাদার
বিদ্ধ করে গুলিতে শ্রমিকের হৃদয়।
বিপ্লব ঘটেছে পত্র পত্রিকায়
শ্রমিকের দাবি নিয়ে
কোথায় সেই লেখা!
চাপা পরেছে অন্ধগলিতে।
শ্রমিকের দাবি আজও হয়নি পূরণ
ঘটেনি বিপ্লব গ্রামের বাঁকা পথে
পৌঁছায়নি আশার আলো
গ্রাস করেছে নিঝুম রাত।।
০১/০৫/২১
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন