যা কিছু করেছি জীবনে
নগন্য অর্থহীন অতি
নয়তো যা কিছু করেছি
সবই অগতির গতি ।
এই পৃথিবীতে অস্তিত্বটাই
যেন বিরাট বোঝা
পথ হেটেও বোঝা যায় না
কোনটা সরল সোজা।
জানিনা এই জীবনের পথ
আরো কত বাকি
আগামীতে কুসুমকীর্ণ কিনা
কিবা আরো কঠিন নাকি।
যেমনি হোকনা কেন
জীবনের এটাই শপথ
এগিয়ে যাবো নিরন্তর
হোকনা যতই কঠিন পথ।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন