Amarendra sen

যা কিছু করেছি জীবনে
নগন্য অর্থহীন অতি
নয়তো যা কিছু করেছি
সবই অগতির গতি ।
এই পৃথিবীতে অস্তিত্বটাই
যেন বিরাট বোঝা
পথ হেটেও বোঝা যায় না
কোনটা সরল সোজা।
জানিনা এই জীবনের পথ
আরো কত বাকি
আগামীতে কুসুমকীর্ণ কিনা
কিবা আরো কঠিন নাকি।
যেমনি হোকনা কেন
জীবনের এটাই শপথ
এগিয়ে যাবো নিরন্তর
হোকনা যতই কঠিন পথ।

১৪৩
মন্তব্য করতে ক্লিক করুন