কবির অনুভব
শংকর ব্রহ্ম
—————-
কথাগুলো লুকিয়ে ছিল মনের পাতায়
শব্দরূপে বেরিয়ে এল বই আর খাতায়,
কী বিস্ময়! কী বিম্ময়!
এসব কথা লুকিয়ে ছিল আমার ভিতর
গোপন ব্যথায়
রূপকথায়?
পাঠক কি আর মূল্য দেবে সঠিক তার?
টানা-পোড়েন চলবে কত,
তবু বুঝবে কিছু সমজদার।
এখন আমি করব কি আর?
কথাগুলো এখন তো নয় একা আমার?
শব্দগুলোর সত্ত্ব শুধু কবিতার।
শংকর ব্রহ্ম
কথাগুলো লুকিয়ে ছিল মনের পাতায়
শব্দরূপে বেরিয়ে এল বই আর খাতায়,
কী বিস্ময়! কী বিম্ময়!
এসব কথা লুকিয়ে ছিল আমার ভিতর
গোপন ব্যথায়
রূপকথায়?
পাঠক কি আর মূল্য দেবে সঠিক তার?
টানা-পোড়েন চলবে কত,
তবু বুঝবে কিছু সমজদার।
এখন আমি করব কি আর?
কথাগুলো এখন তো নয় একা আমার?
শব্দগুলোর সত্ত্ব শুধু কবিতার।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন