কথোপকথন –৩ - পূর্ণেন্দু পত্রী - Bangla Kobita - বাংলা কবিতা, কবি ও কবিতার বাংলা পোর্টাল
পূর্ণেন্দু পত্রী

কবিতা - কথোপকথন –৩

লেখক: পূর্ণেন্দু পত্রী

তোমার বন্ধু কে দীর্ঘশ্বাস
আমার ও তাই ।
আমার শূন্যতা গননাহীন ।
তোমার ও তাই
দুরের পথ দিয়ে ঋতুরা যায়
ডাকলে দরোজায় আসে না কেউ ।
অযথা বাশি শুনে বাইরে যাই
বাতাসে হাসাহাসি বিদ্রুপের ।
তোমার সাজি ছিল, বাগান নেই
আমার ও তাই ।
আমার নদী ছিল, নৌকা নেই
তোমার ও তাই
তোমার বিছানায় বৃষ্টিপাত
আমার ঘরদোরে ধুলার ঝড় ।
তোমার ঘরদোরে আমার মেঘ
আমার বিছানায় তোমার হিম ।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন