এনএম জিহাদ

কবিতা - জীবন

লেখক: এনএম জিহাদ

জীবনের স্রোতে কত ভাবনা
কত অজানা ভয়,
জীবনের কত রঙ তাসের খেলার মতো,
বহমান নদীর মত কত শত বাঁধ বয়ে যায়,
হাহাকার করে ওঠে যখন মনের গহীনে
আত্মসচেতন এ মন
সদাই রয় নির্বিকার।

জীবনের এই কঠিন আত্মপলব্ধি
আর তাহার দৃশ্যপট বাস্তবতায় পেয়ে
চকিতে চমকে উঠবে তুমি!
জীবনের প্রতিটি পরতে পরতে উদাসীনতার এক ঝাঁক মিছিল,
ভাবনার প্রান্তিকায় ধূসর বর্ণের হাজারো রঙের ছড়াছড়ি,
মৌনতাই তখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়াবে
হাজারো স্বপ্নজালের ভিড়ে জীবনের এই বেলায় মেনে নেয়া কঠিন।

বাস্তবতা স্বপ্ন নয়
কঠিন স্বপ্নচেরা গল্প
তাই আজ এ অবেলায় তাকে নাড়াচাড়াই করা যায়
তা নিয়ে স্বপ্ন বাঁধা যায় না।
স্বপ্ন ধরতে হলে পাড়ি দিতে হবে হাজারো রক্তমাখা মরুদ্দ্যান!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন