হাসান জামান

কবিতা - দুগ্ধবতী গাভী

লেখক: হাসান জামান

দুগ্ধবতী গাভী
হাসান জামান

যে গাভী দুগ্ধবতী তার লাথি খাওয়া ভালো
এ তত্বে বিশ্বাসীরা সংসারে ছড়িয়েছে আলো!
গলাধাক্কা খেয়ে যারা হয়েছেন মুনী ঋষি
তেলে জলে অদ্ভুত প্রেম কি করে মিশি!
মগজের হলোনা উন্নয়ন এক\\\’পা দু\\\’ পা করে
ভুল পথে হাঁটি স্টেশন ছেড়ে দূরে যাই সরে!
দুধের সর মাখন খেতে ইচ্ছে যদি জাগে
লাথি খাওয়া প্র্যাকটিস করে নাও আগে।
মাথা নীচু হতে হতে ছুঁয়েছে পা যে কপাল
সে পেয়েছে সোনার বাটি স্বাক্ষী গোপাল!

৮২
মন্তব্য করতে ক্লিক করুন