বিজয়ের চব্বিশে (২)

হাসান জামান হাসান জামান

আলেমদের পায়ে ডান্ডাবেড়ী গুম খুন আয়না ঘর কাঁটাতারে ফেলানীর মৃতদেহ নাটক মিথ্যা ওজর!
আমরা উন্নয়নের রোল মডেল!রিজার্ভ অঢেল!
বন্যায় ভেসে যাওয়া অসহায় মানুষের আর্তনাদ
লক্ষ বেকারের অন্ধ ভবিষ্যৎ আকাশ ভাঙা প্রতিবাদ!
কেউ শোনেনি! আকাশ দেখাবে বলে আমাদের চোখ বৃক্ষের মত শিকড়সমেত চেয়েছিলো উপড়ে নিতে
চেয়েছিলো সোনার বাংলাকে শ্মশান বানিয়ে দিতে।
অভুক্ত মানুষেরা খেয়েছে ষোল বসন্ত বুলেটের শীসা!
এইসব দুর্জন পাপসে পা ঘসে ঘসে হারিয়েছে দিশা
এখন মাতম করে বুক চাপড়ায় যুদ্ধ নয় শান্তি চায়!
বর্গী সেনারা! এবার লাগাম টানো তোমার নতমুখে
বখতিয়ারের ঘোড়ার খুরের আওয়াজ শুনো বুকে!
নয়তো কালামানিকের মত কলাপাতায় শুয়ে জঙ্গলে
ওপারে যাবার স্বপ্ন দ্যাখো!নয়তো যাবে গ্রহে মঙ্গলে!
আমরা যখন নেমেছি পথে দাঁড়াতে শিখেছি নিজ পায়ে
বিজয়ের চব্বিশে বাঁকী পথটুকু আমরাই যাবো মাড়িয়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন