স্বপ্নের চেয়েও অবিনাশী তুমি
স্বপ্নের চেয়েও বড় হবে একদিন
আমার দেশের ছাত্র
জেগে থেকো সেই বিপ্লবে
আসবে সুদিন দেশে
যেখানে রাতের ছায়ারা
তোমায় রাখবে অবিনাশে
হে অস্থির প্রজন্ম ধৈর্য্য ধর
আসবে সুদিন একদিন
মনটাকে তাই বড় কর
মানুষ হবে রঙিন
এই নির্মল আবাসে
হউক গায়ের মেঠোপথ বা শহরের রাজপথ
পেরিয়ে ছুটে যাবে তুমি সাফল্যের মুকুটে
যদি কৃষ্ণচূড়ার রক্তের দাগ
যদি তোমার গায়ে লাগে
মনে রেখো সে স্বাধীনতা তোমায়
দু হাত ভরে ডাকে
কেটে যাবে সেই ঝড় একদিন
আমাদের ঐ অবিনাশী পথে রয়েছে অনেক যন্ত্রনা
রয়েছে অনেক শোকের ছায়া মায়া ও বেদনা
এখানে রয়েছে ছরিয়ে রয়েছে জীবনের সব রং
সব বাধা পেরিয়ে আমরা দিয়ে যাব তোমার মুক্তি
আমরা পিয়াসী চির অবিনাশী শোকার্ত হবে সব যাতনা
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন