আমাদের ছোট ঘর মায়ায় ঘেরা
বধন আর বাধনের পরম ডেরা
জানালা ঘেষে আসে বাহিরের আলো
বায়ূ আসে ফুল হাসে লাগে তারে ভালো
খাট থাকে বাট থাকে আসবাবে ভরা
শিল্পীর নিপুন হাতের মুঠে ঘর গড়া
বাবা মা ভাই বোন সবে মিলে থাকে
বেসে বেসে হেসে হেসে মমতায় মাখি
সদা রাখি ধূয়ে মুছে সুন্দর পরিপাটি
সোনামুখু ঘরখানি সোনার চেয়ে খাটি
আমাদের ছোট ঘরে সুখ হাসে
প্রীতিডোরে বাধা তাই স্বর্গ ভাসে
চার দেয়ালে ঘেরা ঘর সবার প্রিয়
বেড়াতে এসে তাই হাত বুলিও
আমাদের ছোট ঘর আপন নীলয়
স্মৃতির ফ্রেমে বাধা ঘর সবার হ্রদয়
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন