১.
তোমার দু’চোখ জুড়ে খেলা করে
প্রচ্ছন্ন অভিনয়
বরের সঙ্গে পরিচয় করে বলেছিলে-
তোমার সঙ্গে এ কবির সহস্র বছরের
অপরিচয় আর অপচয়
২.
লাল গোলাপের মত হেসেছিলে
নষ্ট করেছিলো যে সোনালি সৌরভ
তাকেই তো ভালো বেসেছিলে
৩.
আমার কী আসে যায় বলো
যেতে চাইলে যাবে
লগ্ন ভ্রষ্টা হলেও সহস্রবার
মেয়ে তুমি আমাকেই
সমগ্র হৃদয়জুড়ে পাবে
৪.
নাম তার বিণি
আমাকে ফিরিয়ে দিয়ে বলেছিলো
তার কাছে আমি খুব ঋণী
৫.
ইদানিং দিনকাল খরা
ইদানিং তেলের মতো
বেড়েছে প্রেমের দাম – চড়া
মন্তব্য করতে এখানে ক্লিক করুন