মায়াবতী
প্রেমের নামে করেছিলে প্রতারণার কান্না।
যতটুকু আশা ছিল, সব তোমার ছলনা,
তোমার কথা ছিল মধুর, মুখে সুর,
কিন্তু অন্তর ছিল বিষাক্ত,
মায়াবতী, তুমি তো জানতেই,
প্রেমের নামেও কেউ পারে না এতটা আঘাত দেওয়া।
প্রতিটি হাসি, প্রতিটি কথা ছিল মিথ্যা,
আমার প্রতি তোমার ছিল কেবল এক অভিনয়, এক ফাঁদ।
তবে কেন? কেন মায়াবতী তুমি এত নির্দয় ছিলে?
শুধু এক গোপন স্বার্থে, আমায় ভুলিয়ে দিলে?
তবে আমি বেঁচে আছি, মিথ্যার আগুনে না পোড়ো।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৪০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন