হে মানুষ ধিক্কার তোমার জন্য।
তোমরাই কি একদিন করেছিলে
এই পৃথিবীটাকে ধন্য?

আর তাকিয়ে দেখো আজ,
চেয়ে দেখো চারিদিক।
কাঁদছে কত মা…. বাবা….

কি এর কারণ?
কারণ, কালো হাতের থাবা।
কার এই কালো হাত, কার এটা?
এটা সেই মানুষের,
যে স্বপ্ন দেখতো এটা…. সেটা….

শুনেছি একাত্তরে এ দেশ হয়েছিল স্বাধীন,
কিন্তু একি! আমরাই তো আজ বড় পরাধীন।

দেখতে চেয়েছিলাম সুন্দর একটা দেশ।
কিন্তু ভাবি, কোথায় এর শেষ?

এই কি আমরা ধন্য?
হে মানুষ ধিক্কার তোমার জন্য,
ধিক্কার তোমার জন্য।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন