কবিতা - বিদ্রোহের কবি

লেখক: অন্তর ঘোষ

তুমি হলে বাঙালির দীপ্ত প্রেরণা,
বিদ্রোহের ঝংকার, স্বাধীনতার গহনা।
শৃঙ্খল ভাঙার তুমি বীর সৈনিক,
তোমার কবিতা যুগান্তকারী, চির দিগ্বিজয়ী।

ধূমকেতুর মতো উদিত তুমি আকাশে,
অন্ধকারে আলো ছড়াও বিশ্বাসের আশ্বাসে।
দুর্বল হৃদয়ে সাহসের সুর বাজাও,
মৃত্যুর পরেও তুমি বেঁচে থাকো বাংলার গানে।

তোমার কলম ছিল তলোয়ার তীক্ষ্ণ,
অন্যায়ের বিরুদ্ধে অটল, দৃঢ় চিন্তাশীল।
সত্য আর ন্যায়ে তুমি বলিষ্ঠ স্বর,
ধর্ম-বর্ণ ভেদাভেদ ভেঙে গড়ো একাত্ম জগতের দর।

তুমি দেখালে মানুষে মানুষে মিলন,
অসাম্প্রদায়িকতা হলো তোমার শ্রেষ্ঠ শিক্ষা।
তোমার গান আজও প্রেরণা দেয়,
অবিচারের বিরুদ্ধে সংগ্রামের তেজ দেখায়।

তোমার সৃষ্টিতে আছে বিপ্লবের ঝড়,
চিরদিন তুমি থাকো বাঙালির অন্তরে মর্মস্থলে গাঁথা।
তুমি জীবন, তুমি আশা, তুমি স্বপ্ন,
বাংলা মায়ের কোলে চির স্নিগ্ধ।

বিদ্রোহী কবি, তুমি হলে অনন্ত শক্তি,
তোমার কাব্যে আছে মানবতার অমৃত।
তোমার নামে আজও মুখরিত বাংলা,
তোমার আলোতে আলোকিত পৃথিবীর আঁধার।

তুমি নজরুল, তুমি যুগান্তকারী প্রাণ,
তোমার মতো আর হবে না কেউ, তুমি অম্লান।
তোমার স্মৃতি বেঁচে রবে কালের কোলাহলে,
বিদ্রোহী চেতনা জাগাবে সবার অন্তর্লোকে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন