শীতের বার্তা বয়ে অসহ্য বেদনা
স্তব্ধ পৃথ্বীটা কুয়াশায় মাখা-
কুয়াশায় গ্ৰামগুলো পড়ে যায় ঢাকা
সূর্যিটা আয়েশে পিঠে পুলি পায়েশে
জেগে ওঠে পৃথিবীর সবগুলো শাখা
কুয়াশায় গ্ৰামগুলো পড়ে যায় ঢাকা
নিসর্গের শিশিরে কাক ডাকা তিমিরে
নিদারুণ যন্ত্রণায় থরথরে কাঁপা
কুয়াশায় পৃথ্বীটা পড়ে যায় ঢাকা
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন